• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আকায়েদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর ২০১৭, ২০:৩০

নিউ ইয়র্ক সিটি বাস টার্মিনালে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক আকায়েদ উল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের পুলিশ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে পোর্ট অথরিটি বাস টার্মিনালে চালানো বোমা হামলায় ২৭ বছর বয়সী অভিবাসী আকায়েদও আহত হন।

আকায়েদের শরীরের সঙ্গে জড়ানো বিস্ফোরকের বিস্ফোরণে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বিস্ফোরণের ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। পরে তাদের বেলভ্যু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশকে উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউরোপে বড়দিনের সন্ত্রাসী হামলায় উদ্বুদ্ধ হয়ে এই হামলা চালানোর কথা স্বীকার করেছে আকায়েদ। সাবওয়ে দেয়ালে উৎসবের পোস্টার দেখে আকায়েদ পোর্ট অথরিটি বাস টার্মিনালকে বেছে নিয়েছে বলেও সে জানায়।

এদিকে আকায়েদ জানিয়েছেন, তিনি সিরিয়া ও অন্যান্য স্থানে ইসলামিক স্টেটের ওপর চালানো মার্কিন বিমান হামলা দেখে উদ্বুদ্ধ হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুসাপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি আকায়েদ উল্লাহর। তার বাবার নাম সানাউল্লাহ।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh