• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাঝ আকাশে হঠাৎ কান্নার আওয়াজ!

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫

এক নারী মাঝ আকাশেই শিশুর জন্ম দিয়েছেন। এমন ঘটনা ঘটেছে এবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক ফ্লাইটে। মঙ্গলবার পাকিস্তানের মুলতান থেকে সৌদি আরব যাচ্ছিল ওই ফ্লাইটটি।

ওই ফ্লাইটেই ছিলেন এক গর্ভবতী নারী। মাঝ আকাশেই তার প্রসব বেদনা শুরু হলে বিমানের ক্রুরা ওই নারীর সহায়তায় এগিয়ে আসেন। পরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) তাদের অফিশিয়াল টুইট পেজে একটি ছবি পোস্ট করে। সেখানে দেখা যায় ওই ফ্লাইটের ক্রুরা নবজাতক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়েছে আছে।

পিআইএ তাদের টুইট বার্তায় লিখেছে, প্রায় প্রতিদিনই মিরাকল ঘটে। মুলতান থেকে মদিনাগামী পিকে ৭১৬ ফ্লাইটেও এমন মিরাকল ঘটেছে। খুব সুন্দর এক মেয়েশিশুর জন্ম হয়েছে! আমরা গর্বিত বাবা-মাকে শুভেচ্ছা জানাই। একইসঙ্গে আমরা আমাদের কেবিন ক্রুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রশংসা জানাই।

মাঝ আকাশে এভাবে শিশু জন্মের ঘটনা নতুন নয়। এমনকি কিছু কিছু বিমান সার্ভিস আছে যারা তাদের ফ্লাইটে জন্মগ্রহণকারী শিশুদের আজীবন ফ্রি ভ্রমণের সুযোগ দিয়ে থাকে। থাই এয়ারওয়েজ, এশিয়া প্যাসিফিক এয়ারওয়েজ, এয়ার এশিয়া, পোলার এয়ারলাইন্স এ ধরনের শিশুদের আজীবন ফ্রি ভ্রমণের সুযোগ দিয়ে থাকে। আর ভার্জিন আটলান্টিক ২১ বছর বয়স পর্যন্ত ফ্রি ভ্রমণের সুযোগ দেয়।

তবে পিআইএ ওই শিশুকে এ ধরনের কোনো সুযোগ দেবে কিনা সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে ৪ শিশুর জন্ম, সবাই সুস্থ
X
Fresh