• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জেরুজালেমের স্বীকৃতি এতো সহজ হবে না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৭, ১৬:১৫

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকে আমরা দেখিয়ে দেবো যে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতির বাস্তবিক প্রয়োগ সহজ হবে না। এমনটাই জানাচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) জেরুজালেম ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ওআইসির নেতারা।

এই ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও পোপ ফ্রান্সিসের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

এরদোয়ান বলেছেন, আমরা সবাইকে জানিয়েছি মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, কূটনীতি বা মানবিকতাকে সমর্থন করে না।

বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরও জোর দেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি আরো বলেন, জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র শহর। এ ব্যাপারে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ-এই বার্তা পৌঁছে দেয়ার জন্য এ সম্মেলন গুরুত্বপূর্ণ।

এর আগে ৯ ডিসেম্বের মিশরের কায়রোতে জরুরি বৈঠকে বসে আরব লিগ। সেখানে ওয়াশিংটনের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে সংস্থাটি। আরব লিগের মহাসচিব আবুল ঘেইত বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের বিরোধী। এটি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয়
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি 
‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন মধুদা
X
Fresh