• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিষিদ্ধ বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৭, ১১:২৩

ভেনেজুয়েলায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রোববার এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, রোববারের মেয়র নির্বাচনে যেসব দল অংশ নিয়েছে, কেবল তারাই আগামী প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে অংশ নিতে পারবে।

নির্বাচনী ব্যবস্থা পক্ষপাতমূলক উল্লেখ করে জাস্টিস ফার্স্ট, পপুলার উইল ও ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির নেতারা রোববারের ওই নির্বাচন বর্জন করে।

বিরোধীদের অভিযোগ প্রেসিডেন্ট তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য এ ধরনের পদক্ষেপ নিয়েছে। নির্বাচনের ফলাফল স্বৈরশাসক প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে যাবে বলেও ধারণা তাদের।

তবে প্রেসিডেন্ট মাদুরো দাবি করছেন, তিনি ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নিয়ম মেনেই এ ধরনের ঘোষণা দিয়েছেন।

দেশটির নির্বাচনী ব্যবস্থা বিশ্বাসযোগ্য বলেও দাবি তার।

রোববার এক ভাষণে মাদুরো বলেন, বিরোধী দলগুলো দেশটির ‘রাজনৈতিক ম্যাপ থেকে হারিয়ে’গেছে। যে দল রোববারের নির্বাচনে অংশ নেয়নি এবং নির্বাচন বর্জন করেছে, তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।

প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টি মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

গেলো আগস্টে ওই অ্যাসেম্বলি কার্যকর হয়। এটিকে সংবিধান পুনর্লিখনে অনুমতি দেয়া হয়েছে। তবে অ্যাসেম্বলিতে সরকারের বিশ্বস্তদের সংখ্যাই বেশি।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেনেজুয়েলায় স্বর্ণের খনিতে ধস, ২৩ জনের মৃত্যু
X
Fresh