• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নোবেল বিজয়ীরা পুরস্কার হাতে পাচ্ছেন আজ

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:০৬

চলতি বছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আজ ১০ ডিসেম্বর রোববার। স্টকহোমে কনসার্ট হাউসে হবে পুরস্কার বিতরণীর এ আয়োজন। খবর দ্য গার্ডিয়ান।

২০১৭ সালে শান্তিতে নোবেল লাভ করছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)। পরমাণু নিরস্ত্রীকরণে প্রশংসনীয় ভূমিকা রাখায় ওই প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেয়া হচ্ছে।

সাহিত্যে জাপানি বংশোদ্ভূত ব্রিটেনের ঔপন্যাসিক কাজুয়ো ইশিগুরো। এই খ্যাতিমান লেখক চারবার ম্যান বুকার পুরস্কার অর্জন করেছেন তার চারটি উপন্যাসের জন্য।

মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে গবেষণায় পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন পদার্থবিদ। তারা হলেন- রেইনার ওয়েস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থ্রোন। তাদের গবেষণার বিষয় ছিল মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ।

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক রিচার্ড এইচ থেলার।

বায়োলজিক্যাল ঘড়ির কর্মপদ্ধতি আবিষ্কার করায় এ বছর চিকিৎসায় নোরেল পাচ্ছেন জেফরি সি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং।

ক্রিয়ো-ইলেকট্রন মাইক্রোস্কপি উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পাচ্ছেন জ্যাকস ডুবোশেট, জোয়াকিম ফ্রাঙ্ক ও রিচার্ড হ্যান্ডারসন।

এপি/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
বিদেশ যেতে পারবেন নোবেলজয়ী ড. ইউনূস : আদালত
পিটার হাসের নৈশভোজে ড. ইউনূস, হয়েছে যে আলোচনা
X
Fresh