• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মাইক্রোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৪

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ মাইক্রোনেশিয়ায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথমটি ছিল ৬ দশমিক ৫ মাত্রার। আর অপরটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার। এদিকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্স, গুয়ামপিডিএনের।

তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, স্থানীয় সময় সকাল ১০টা ২২ মিনিটে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প মাইক্রোনেশিয়ায় আঘাত হানে।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ফয়স দ্বীপ অঞ্চল থেকে ৫০ কিলোমিটার পশ্চিম-উত্তর দক্ষিণে। এর গভীরতা ছিলো ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এ দ্বীপ রাষ্ট্রটিতে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, ৪ দশমিক ৭ মাত্রা থেকে ৫ দশমিক ৫ মাত্রার মধ্যে আরো তিনটি ভূমিকম্প তারা রেকর্ড করেছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
X
Fresh