• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত ৫০

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:২৫

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যদিও স্থানীয় পুলিশের এক মুখপাত্রের মতে আহতের সংখ্যা ৫০। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিয়াবুশ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মান রেলওয়ে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মিয়াবুশ শহরে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। মিয়াবুশ ফায়ার বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৫৫ জন যাত্রী ছিল।

এক টুইটার বার্তায় মিয়াবুশ দমকল বাহিনী ছয়জন আহতের কথা জানালেও স্থানীয় পুলিশের এক মুখপাত্র আহতের সংখ্যা প্রায় ৫০ জন বলে জানান। দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধারে দমকল বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

এ দিকে দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র।

উল্লেখ্য, এর আগে দেশটিতে বেশ কয়েকবার এধরনের ঘটনা ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , গত বছর জার্মানির বাভারিয়া প্রদেশে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছিল অন্তত ১০ জন। আর আহত হয়েছিলেন শতাধিক।

এপি /এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
X
Fresh