• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সংযুক্ত আরব আমিরাতে কাজের অনুমতিতে নতুন ফি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:২০

সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয় আজ সোমবার থেকে কাজের অনুমতিতে নতুন ফি চালু করছে।

শ্রমিকদের দক্ষতা এবং আমিরাতের ভেতরে নাকি বাইরে তারা কাজ করবেন তার ভিত্তিতে ফির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। খবর খালিজ টাইম।

নতুন নিয়মে তিনটি ক্যাটাগরিও রেখেছে মন্ত্রণালয়। তার মধ্যে এক এবং তিন নম্বর ক্যাটাগরি স্বতন্ত্র হলেও দুই নম্বর ক্যাটাগরিতে আরো চারটি উপবিভাগ রয়েছে।

যদি কোনো কোম্পানির আমিরাতে মাছ ধরার নৌকা থাকে, তাহলে সেটা এক নম্বর ক্যাটাগরিতে পড়বে।

আর দুই নম্বর ক্যাটাগরিতে আবার চারটি উপবিভাগ রাখা হয়েছে দক্ষ কর্মীদের অনুপাত এবং বহু-সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপারে কোনো কোম্পানির প্রতিশ্রুতির ভিত্তিতে।

যদি কোনো কোম্পানি তালিকাভুক্ত ১০টি অপরাধের একটি কিংবা তার বেশি করে তাহলে তাকে তিন নম্বর ক্যাটাগরিতে রাখা হবে।

এক নম্বর ক্যাটাগরিতে দেশের অভ্যন্তরীণ এবং বাইরে কাজ করা শ্রমিকদের দুই বছরের অনুমতি সাপেক্ষে ৩শ’ দিরহাম দিতে হবে।

ক্যাটাগরি দুই এর ‘এ’ এর জন্য দেশের বাইরে কাজ করা শ্রমিকদের দুই বছরের অনুমতি সাপেক্ষে ৫শ’ এবং এক হাজার দুইশ দিরহাম দিতে হবে এবং দেশের অভ্যন্তরে হলে এক হাজার ও দেড় হাজার দিরহাম দিতে হবে।

ক্যাটাগরি দুই এর ‘বি’ এর জন্য দেশের বাইরের জন্য এক হাজার এবং দুই হাজার দুইশ দিরহাম দিতে হবে। দেশের অভ্যন্তরে হলে এক হাজার এবং দুই হাজার দিরহাম দিতে হবে।

ক্যাটাগরি দুই এর ‘সি’ তে দেশের বাইরের জন্য দেড় হাজার এবং দুই হাজার ৭শ’ দিরহাম দিতে হবে। দেশের অভ্যন্তরে হলে দেড় হাজার এবং আড়াই হাজার দিরহাম দিতে হবে।

তবে ক্যাটাগরি দুই এর ‘ডি’ এর জন্য দেশের বাইরের ক্ষেত্রে দুই হাজার এবং তিন হাজার ২শ’ দিরহাম দিতে হবে। দেশের অভ্যন্তরে হলে দুই হাজার এবং তিন হাজার দিরহাম দিতে হবে।

অন্যদিকে ক্যাটাগরি তিনের সবাইকে পাঁচ হাজার দিরহাম দিতে হবে।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
নতুন সিরিজ দিয়ে পর্দায় ফিরলেন নায়ক মান্না
X
Fresh