• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাজ্যের অফিসে নিষিদ্ধ ক্যাসপারস্কি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ডিসেম্বর ২০১৭, ২৩:২২

যুক্তরাজ্যের ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দেশটির সরকারকে রাশিয়ার তৈরি অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কি ব্যবহার করতে নিষেধ করেছে। যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান কিয়ারান মার্টিন শনিবার সেখানকার সরকারি বিভিন্ন সংস্থায় এই মর্মে একটি নির্দেশনা পাঠিয়েছেন। খবর রয়টার্স।

ওই নির্দেশনায় বলা হয়, সাইবার হামলা চালাতে রাশিয়া খুবই সক্ষম একটি দেশ। রাশিয়া আন্তর্জাতিক রাজনীতিতে ইন্টারনেট ব্যবহার করছে।

যুক্তরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাশিয়া সাইবার হামলা চালাতে পারে। এ কারণে রাশিয়ার মস্কোতে সদর দপ্তর আছে এমন কোম্পানির তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়ার সরকারি অফিসে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন মার্টিন।

গেলো কয়েক মাস ধরে ক্যাসপারস্কির জোর সমালোচনা চলছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন বিভিন্ন ফাইল চুরি করার জন্য ক্যাসপারস্কি রাশিয়ার সরকারের সঙ্গে কাজ করছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল অফিসে ক্যাসপারস্কি ব্যবহার নিষিদ্ধ করে দেশটির সরকার।

তবে সুনাম পুনরুদ্ধারের জন্য ক্যাসপারস্কি তৃতীয় কোনো পক্ষকে তাদের সফটওয়ারের মূল নকশা পরীক্ষা করতে দেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে সবশেষ যে তথ্য জানাল আবহাওয়া অফিস
যেকোনো মূল্যে সিন্ডিকেট সভা চান বিএসএমএমইউ উপাচার্য
X
Fresh