• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ

এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার ট্রাম্পের সাবেক সহযোগীর

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ডিসেম্বর ২০১৭, ১১:২৩

রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলারের তদন্তে এ স্বীকারোক্তি একটি বড় অগ্রগতি বলেই মনে করা হচ্ছে। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্পের আরো ঘনিষ্ঠজনের জড়িত থাকার বিষয়টিও সামনের দিনগুলোতে বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন যখন ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে উপস্থিত হন তখন আদালতের বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বলা হচ্ছে, ফ্লিন দোষ স্বীকার করতে চান কিনা আদালতের এমন প্রশ্নের জবাবে তিনি সম্মতি প্রকাশ করেন।

আদালতের কাছে তিনি জ্ঞাতসারে এফবিআই’র কাছে মিথ্যা, কাল্পনিক ও প্রতারণামূলক বিবৃতি দেবার কথা স্বীকার করেন।

তবে আদালত থেকে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য কিছুই বলেন নি ফ্লিন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছেন স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলার।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির সঙ্গে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক
X
Fresh