• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বোরকা পড়ে জঙ্গি হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০

পাকিস্তানে একটি ট্রেনিং ইন্সটিটিউটে জঙ্গি হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এসময় আরো ৩৭ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ওই হামলার ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পেশোয়ারের এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটে বোরকা পড়ে আসে।

তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

হায়াটাবাদের মেডিকেল কমপ্লেক্সের পরিচালক শাহজাদ আকবর বলেছেন, তাদের হাসপাতালে ছয়জনের মৃতদেহ নিয়ে আসা হয়েছে। এসময় আরো ১৮ জনকে আহতাবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

খাইবার টিচিং হাসপাতাল জানিয়েছে, তাদের ওখানে তিনজনের মৃতদেহ ও আহত ১৭ জনকে নিয়ে আসা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই অভিযানে আহত নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন সফল’হয়েছে। এ অভিযানে সব জঙ্গি নিহত হয়েছে।

তবে এ হামলায় কত জঙ্গি অংশ নিয়েছিল সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিভিন্ন সূত্র জানিয়েছে, হামলাকারীর সংখ্যা দুই থেকে পাঁচজন হতে পারে।

তবে হামলাকারীর সংখ্যা ছিল তিন। আর যৌথবাহিনীর অভিযানে সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর ও খাইবার পুলিশের মহাপরিদর্শক সালাহউদ্দিন মেহসুদ।

পুলিশ মহাপরিদর্শক সালাহউদ্দিন মেহসুদ বলেন, তারা চতুর্থ আরেকজন সন্দেহভাজন হামলাকারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছেন।

এদিকে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জঙ্গিদের মৃতদেহের পাশেই তিনটি আত্মঘাতী জ্যাকেট ও ২০টি গ্রেনেড অক্ষতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রধান মালিক শাফকাত বলেছেন, জঙ্গিরা সবাই আত্মঘাতী জ্যাকেট পড়েছিলেন। কিন্তু তারা ওগুলোর বিস্ফোরণ ঘটানোর আগেই জঙ্গিদের হত্যা করা হয়। তিনি আরো বলেন, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ইকবাল জাফর ঝাগরা বলেন, জঙ্গিরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়ে এসেছিল।

উল্লেখ্য, ঈদ-এ-মিলাদুন্নবীর জন্য হোস্টেলটি বন্ধ ছিল।

এ/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh