• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সার্কাসের খাঁচা ভেঙে বাঘের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৭, ২০:১৫

চীনের এক গ্রামে বসেছিল সার্কাসের আসর। প্রচুর মানুষও এসেছিলেন স্বাভাবিকভাবেই সেই সার্কাসের শো দেখতে। কিন্তু সেটাই দুঃস্বপ্নে পরিণত হলো।

দেশটির শাংসি প্রদেশের লিনফেন গ্রামে সার্কাস চলাকালীন খাঁচা ভেঙে বাঘ বেরিয়ে যায়। ফলে সেই জায়গার মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়।

এসময় আহত হয় দুটি শিশু। যদিও পরে ঘটনাস্থল থেকেই বাঘটিকে আটক করা হয়।

ডেইলি মেইল জানায়, হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শিশুদের। তবে আঘাত গুরুতর নয়। তাদের শারীরিক অবস্থা এখন ঠিক রয়েছে। তবে কী করে ঘটলো এই মারাত্মক ঘটনা সেটির তদন্ত চলছে।

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা এইভাবে বন্য প্রাণী ব্যবহার করে সার্কাস দেখানোর তীব্র প্রতিবাদ করেছেন।

কীভাবে বন্য প্রাণীদের স্বাধীন জীবনে মানুষজন হস্তক্ষেপ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আর এও বলা হয়েছে যদি খেলা দেখানোও হয়, তাহলে কীভাবে সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব না দেয়া হতে পারে।

অনেকেই আবার বলেছেন, শিশুদের এভাবে আহত হবার ঘটনায় তারা স্তম্ভিত। প্রশ্ন রেখেছেন বিপদ বড় হয়নি এটা ভাগ্যের ব্যাপার কিন্তু বিপদ বড় হলে তখন কী হতো?

ওয়াই/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
বাঘাইছড়িতে ফুলবিজু উৎসবের শুরু
বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
X
Fresh