• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নরওয়েতে ট্রেনের ধাক্কায় মারা গেছে শতাধিক বলগা হরিণ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ নভেম্বর ২০১৭, ২২:০৬

নরওয়েতে ট্রেনের ধাক্কায় একশ’র বেশি বলগা হরিণ মারা গেছে। গুরুতর আহত হয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে তারা। পরে গুলি করে হত্যা করে তাদের যন্ত্রণার অবসান ঘটানো হয়। সাদা তুষার লাল হয়ে যায় তাদের রক্তে।

গত শনিবার ৬৫টি এবং বুধবার ও শুক্রবারে মারা গেছে আরো ৪১টি হরিণ।

মৃত হরিণগুলোর ছবি তুলেছেন জন এরলিং উটসি। তিনি বলেন, এটা দেখা ছিল দুঃস্বপ্নের মতো। সবচেয়ে খারাপ বিষয়টা ছিল যে প্রাণীগুলো ট্রেনের আঘাতে মরেনি। আহত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কয়েক কিলোমিটার ধরে যেন রক্তের বন্যা নেমে এসেছিল।

শনিবার মারা যাওয়া ৬৫টি হরিণের মালিক ওলে হেনরিক কাপজেল বলেন, আমি এতটাই রাগান্বিত যে আমার মাথা ঝিমঝিম করছে। এটা একটা অর্থহীন পশু ট্র্যাজেডি, মানসিকভাবে দুঃস্বপ্নের মতো।

নরওয়েতে প্রায় দুই লাখ ৫০ হাজার বলগা হরিণ রয়েছে। তাদেরকে গবাদি পশুর মতোই পালন করা হয়। বছরের এই সময়ে হরিণের দল নিয়ে নতুন চারণক্ষেত্রে গমন করে এর পালকরা। এই পথে কিছু গাড়ির ধাক্কায়, কিছু ট্রেনের ধাক্কায় এবং কিছু পানিতে ডুবে মারা যায়।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় হরিণের চামড়াসহ আটক ৩
গরু চুরি করে জবাই, হরিণের মাংস বলে বিক্রি
৫০ চিত্রা হরিণ পেলো বঙ্গবন্ধু সাফারি পার্ক
জানি না, কী সোনার হরিণের খোঁজে ভূমধ্যসাগরে ডুবে মরা : প্রধানমন্ত্রী 
X
Fresh