• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে আন্দোলন প্রত্যাহার ইসলামপন্থীদের

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ নভেম্বর ২০১৭, ১৫:৪৯

পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ পদত্যাগ করায় বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইসলামপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক। এক সংবাদ সম্মেলনে দলটির নেতা খাদিম রিজভী এ ঘোষণা দেন। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, দাবি আদায় হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এসময় তিনি আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। খবর দ্য ডনের।

তিনি বলেছেন, সরকারের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হওয়ার পর ফাইজাবাদে অবস্থানরতরা ১২ ঘণ্টার মধ্যে ওই স্থান ছেড়ে যাবে।

রিজভী বলেন, আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু আমরা খতম-ই-নবুয়তকে রক্ষায় এই আন্দোলনে নেমেছি।

তিনি আরো বলেন, সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং তার প্রতিনিধি মেজর জেনারেল ফাইজ হামিদ ওই চুক্তির গ্যারান্টি দিয়েছেন।

এদিকে তার সংবাদ সম্মেলন সরাসরি না দেখানোয় সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রিজভী।

আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে আন্দোলন শুরু করে তারা। দাবি আদায়ে তারা রাজধানী ইসলামাবাদের ফাইজাবাদে একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে গত ৬ নভেম্বর থেকে অবস্থান কর্মসূচি শুরু করে।

পরে এ বিক্ষোভ লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সলাবাদসহ আরো কয়েকটি শহরেও ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শনিবার ফাইজাবাদ থেকে বিক্ষোভকারীদের সরাতে গেলে ব্যাপক সহিংসতা হয়। এতে অন্তত ৬ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন। আহতদের মধ্যে দেড় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন।

উল্লেখ্য, সোমবার সেনাবাহিনীর মধ্যস্থতায় বিক্ষোভকারী ও সরকারের সফল আলোচনার ভিত্তিতে আইনমন্ত্রী পদত্যাগ করতে সম্মত হন।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh