• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে পাকিস্তান: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ নভেম্বর ২০১৭, ১৫:৩৮

পাকিস্তানের কাছে যে পরিমাণ পরমাণু অস্ত্র আছে তা শুধু ভারতীয় উপমহাদেশের জন্যই বিপজ্জনক নয়। বরং এটি যে কোনো মুহূর্তে এ অঞ্চলকে পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত থিংক ট্যাংক সংস্থা ‘আটলান্টিক কাউন্সিল’র চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর ইন্ডিয়া টাইমস।

‘এশিয়া ইন দ্য সেকেন্ড নিউক্লিয়ার এজ’ শীর্ষক রিপোর্টে বলা হয়, কৌশলগত পরমাণু অস্ত্র দিয়ে যুদ্ধের পরিকল্পনা থাকলেও ইসলামাবাদ এখন পর্যন্ত তা নিয়ে তেমন পরীক্ষা-নিরীক্ষা করেনি। তবে প্রচুর কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে।

রিপোর্টে আরো বলা হয়, পাকিস্তানের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তা নিরাপত্তার জন্য হুমকি। কারণ এ ধরনের পরমাণু অস্ত্র হাতছাড়া হয়ে গেলে পাকিস্তানকে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন করতে পারে।

পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং নাগরিক সমাজ বর্তমানে জঙ্গি হামলার নিশানা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি যেখানে পরমাণু অস্ত্রশস্ত্র রাখা হয়। সেখানেই জঙ্গিরা হামলা চালায়। এ ধরনের সংবেদনশীল ঘটনায় ঘটনাস্থলের ভেতরকার লোকই যে জড়িত থাকে কিছু কিছু ক্ষেত্রে সেটি নিশ্চিতভাবেই বলা যায়।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় ৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  
ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য ফাঁস
সিয়ামের জন্মদিনে পরীমণির আবেগঘন পোস্ট
চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন আজ
X
Fresh