• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বাড়াবে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

ইরান হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রয়োজনে ইউরোপ পর্যন্ত বাড়ানো হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সেকেন্ড ইন কমান্ডার হোসেইন সালামি।

শনিবার ইরানের একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। খবর দ্য টেলিগ্রাফ।

হোসেইন সালামি বলেন, শত্রুদের কাছ থেকে আসা হুমকির ওপর ভিত্তি করেই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নির্ধারণ করা হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান তার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে কখনোই কোনো ধরনের আলোচনায় যাবে না।

উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ আমেরিকা, সৌদি আরব, ইসরাইল এবং আরব আমিরাতের গোয়েন্দা সংস্থাগুলোর সৃষ্টি বলেও মন্তব্য করেছেন তিনি।

সেইসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক সরকারগুলোকে উৎখাত করার এজেন্ডা বাস্তবায়ন করতে দায়েশ সৃষ্টি করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সালেমি বলেন, সিরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করতে দায়েশ সৃষ্টি করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের কাছে তথ্য আছে ২০১৩ এবং ২০১৪ সালে আমেরিকা শত শত কার্গো বিমানে করে তাকফিরি গোষ্ঠীগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে।’

আইআরজিসির এ কমান্ডার বলেন, ‘আলে সৌদ সরকারের শয়তানি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ফসল হচ্ছে আজকের লেবানন, সিরিয়া, বাহরাইন এবং ইয়েমেনের সংকট। আমেরিকা এবং তাকফিরি গোষ্ঠীগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সৌদি আরব। সিরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি ইরাককে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্যে তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে।’

এপি/জেবি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh