• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় ৩১ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ নভেম্বর ২০১৭, ০৯:০০

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩১ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন।

শনিবার দুটি নৌকা ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় একটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। খবর বিবিসির।

পরে উদ্ধারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ৬০ জনকে এবং অপর নৌকায় থাকা ১শ' ৪০ জনকে জীবিত উদ্ধার করে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৬০ কিলোমিটার পূর্বের শহর গারাবুলির উপকূলীয় এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটেছে।

লিবিয়ার কোস্টগার্ডের কর্নেল আবু আজালা আব্দেলবারি বলেছেন, ডিঙ্গি নৌকাটি উল্টে গেলে আমরা যাওয়ার আগেই সেটি ডুবে যায়।

তিনি বলেন, আমরা সাহায্যের জন্য সংকেত পাওয়ার পর সেখানে গিয়ে দেখতে পারি ডিঙ্গিটিকে ধরে কিছু লোক ভেসে আছে। আর অন্যদের মৃতদেহ পানিতে ভাসছে।

বছরের এই সময়টা সমুদ্র শান্ত থাকার সুযোগ নিয়ে বহু অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার লিবিয়ার কোস্টগার্ড প্রায় ২শ’ ৫০ জনকে উদ্ধার করে। এর আগে মঙ্গলবার ইতালির কোস্টগার্ড এক হাজার একশ লোককে উদ্ধার করে।

ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় এ বছর প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ/ এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
X
Fresh