• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ২, আহত ২৫০ জনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ নভেম্বর ২০১৭, ২২:৩৩

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুইজন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্মকর্তারা।

শনিবারের এই হতাহতের মধ্য দিয়ে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অবসান হয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে আট হাজার ৫০০ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কমপক্ষে ১৫০ বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে।

শিয়ালকোটে পাঞ্জাব শহরের পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা শনিবার দেশটির আইন ও বিচারমন্ত্রী জাহিদ হামিদের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ওই সময় হামিদ ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে বলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাহিদ হামিদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে ৮ নভেম্বর থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রতিবেশী একটি শহরের প্রধান সংযোগ সড়ক বন্ধ করে রেখেছিল বিক্ষোভকারীরা।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
X
Fresh