• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টির জন্য প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ নভেম্বর ২০১৭, ১২:১২

একসময় আমাদের দেশে বৃষ্টির জন্য প্রায়ই প্রার্থনা করতে দেখা যেত। যদিও এখন সেটা খুব একটা দেখা যায় না। তবে সম্প্রতি মরক্কোয় অনাবৃষ্টির কারণে সেখানকার মানুষ প্রার্থনা করেছে। খবর বিবিসির।

শুক্রবার মরক্কোর বাদশাহ দেশটির সব মসজিদে বৃষ্টির জন্য দোয়া করতে আহ্বান জানান। দেশটিতে কৃষি এবং খাদ্য সংকট কী পর্যায়ে পৌঁছেছে এটি থেকে তার একটা ধারণা পাওয়া যায়।

বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ এক রাজকীয় ডিক্রিতে মরক্কোর মানুষদের ‘পৃথিবীতে আল্লাহর দয়ার বৃষ্টি’ জন্য দোয়া করতে আহ্বান জানান।

মরক্কোয় অনাবৃষ্টির কারণে দেশটির খাদ্যশস্যের উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে।

গেলো সপ্তাহেই দেশটির এসাউইরা প্রদেশের সিদি বৌলালাম শহরে ত্রাণ সামগ্রী নেয়ার সময় পদদলিত হয়ে কমপক্ষে ১৫ নারী নিহত হয়েছেন।

মরক্কোয় প্রায় ৪০ ভাগ লোক কৃষিখাতে নিয়োজিত। কিন্তু গেলো বছরে দেশটিতে খরার কারণে হাজার হাজার লোক বেকার হয়ে পড়েন। ওই খরার কারণে মরক্কোর অর্ধেক গম শস্য নষ্ট হয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন, মরক্কোর যুবরাজ মৌলেয় এল হাসান ওই মোনাজাতের নেতৃত্ব দিয়েছেন।

বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা একটি ইসলামি ঐতিহ্য। যেটি মোহাম্মদ (সা.) সময় থেকে চলে আসছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh