• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অদ্ভুতুড়ে ফোল্ডিং বাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ নভেম্বর ২০১৭, ২৩:২০

উত্তরোত্তর বাড়ছে জমি ও বাড়ির চাহিদা। পাল্লা দিয়ে বাড়ছে দামও। এবার সেই সমস্যার সমাধান খুঁজে বের করেছেন ইতালিয়ান স্থপতি রেনাটো ভিদাল। এক খণ্ড জমিতে নিজের ইচ্ছা মতো ডিজাইনে বাড়ি বানানোর উপায় বের করেছেন তিনি।

ফলে নতুন এই বাড়ি সমাধান করবে অনেক সমস্যার। কেননা মাত্র তিনজন মানুষ মিলে মাত্র ছয় ঘণ্টায় যেখানে খুশি বানিয়ে ফেলা যায় এই ফোল্ডিং বাড়ি। আর এ ধরনের বাড়ি বানাতে খরচ পড়বে ২৭ লাখ ৭৬ হাজার সাতশ ৫০ টাকা (৩৩ হাজার মার্কিন ডলার)।

সাধারণত দুই ধরনের মাপে পাওয়া যায় এই ফোল্ডিং বাড়ি। একটি ২৯০ বর্গফুটের যেটি দাম ২৭ লাখ ৭৬ হাজার সাতশ ৫০ টাকা। আর ৯০৪ বর্গফুটের বাড়ির দাম ৬১ লাখ ৪২ হাজার নয়শ ৫০ টাকা। বাড়িগুলো লম্বায় সর্বোচ্চ ২১ ফুট।

বাড়িটিতে ভূমিকম্প প্রতিরোধ করার সমস্ত ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয় এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফও।

বাথরুম থেকে কিচেন, ডাইনিং থেকে স্যানিটেশন, সিঁড়ি থেকে স্টোরেজ সবই রয়েছে এই বাড়িতে।

কংক্রিটের সাপোর্ট ছাড়াই তৈরি করা যায় এই বাড়ি। এই বাড়ির প্রধান উপাদান স্টিল ফ্রেম, রক উল এবং পলিইউরেথিন ফোম।

তাই মালিকের পছন্দ মতো নানান ডিজাইনও বানানো যায় ফোল্ডিং এই বাড়ির মধ্যে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh