• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যোগীর জনসভায় বোরখা খুলে নিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ নভেম্বর ২০১৭, ২০:০৪

মঞ্চে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা যোগী আদিত্যনাথ। শ্রোতার আসনে এক মুসলিম নারী। পুলিশের নির্দেশে তিনি বাধ্য হলেন নিজের বোরখা খুলতে। উত্তরপ্রদেশের বলিয়াতের এ ঘটনার ভিডিও এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

এএনআইয়ের খবর অনুযায়ী, বলিয়াতে যোগী আদিত্যনাথের জনসভায় অনুরাগীদের ভিড় প্রায় উপচে পড়েছিল। আর তারই মাঝে বোরখা পরে উপস্থিত ছিলেন এক নারী।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সাইরা নামের ওই নারীও বিজেপি কর্মী। পুলিশের নির্দেশে নারী বাধ্য হন বোরখা খুলতে। প্রথমে মাথার স্কার্ফ (হিজাব) খুলেন। রীতিমতো নারী পুলিশ পাশে দাঁড়িয়ে বোরখাটি খুলে ফেলেন তিনি।

এদিকে ঘটনার ভিডিও করছিলেন স্থানীয় সাংবাদিক। এসময় একজন পুরুষ পুলিশ ওই নারী পুলিশের হাত থেকে বোরখাটি নিয়ে চলে যেতে থাকেন।

এ ঘটনায় বলিয়া পুলিশের সুপারিটেন্ডন্ট অনিল কুমার জানিয়েছে, নারীর বোরখা খোলার ঘটনাটি সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই । তবে যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছিলেন তার জনসভায় যেন কোনও কালো রঙের কাপড় না থাকে।

তবে এ ব্যাপারে অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেবো। তবে জোরপূর্বক কারো বোরকা খুলা ঠিক না বলে যোগ করেন তিনি।

চলতি বছরের মে মাসে উত্তর প্রদেশের ২১তম মুখ্যমন্ত্রী পদে শপথ নেন কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। কট্টরপন্থী হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচএস) এবং হিন্দু যুব বাহিনীর বড় মাপের নেতা হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি।

১৯৯৮ সালে মাত্র ২৬ বছর বয়সে পূর্ব-উত্তর প্রদেশের গোরখপুর সংসদীয় আসনে প্রথম নির্বাচিত হন আদিত্যনাথ। তারপর থেকে সেই আসনেই এক নাগাড়ে পাঁচবার সাংসদ নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক জীবনে সাম্প্রদায়িক মন্তব্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এর জন্য একবার জেলও খাটতে হয়েছে তাকে।

ওয়াই/এমকে

সৌদিতে আকস্মিক বন্যায় তিন জনের মৃত্যু

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে প্রদর্শনের উপযোগী নয় রাফির ‘অমীমাংসিত’
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
কেএনএফের আরও ৩ নারী সহযোগী গ্রেপ্তার
X
Fresh