• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জম্মু ও কাশ্মীরে তিন জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ নভেম্বর ২০১৭, ১২:৪৭

ভারতের জম্মু ও কাশ্মীরে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই সংঘর্ষের ঘটনায় নিহতরা সবাই লস্কর-ই-তৈয়বার সদস্য। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। ওই অভিযানে অংশ নেয় সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী সমন্বিত টিম।

কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মধ্যরাতে জঙ্গিদের গোপন আস্তানায় এই অভিযান চালানো হয়। ওই জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা গুলি ছুঁড়লে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এসময় ওই তিন পাকিস্তানি লস্কর-ই-তৈয়বা জঙ্গি নিহত হয় এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি জানিয়েছেন, ওই এলাকায় আরো জঙ্গির খোঁজে এখনো অভিযান চলছে।

তিনি আরো বলেন, নিয়ন্ত্রণ রেখা পার হয়ে অনেক জঙ্গিই ভারতে প্রবেশে করেছে। এদিকে তুষারপাত শুরু হতে বেশি দেরি নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

এদিকে ওই হামলার পর জম্মু ও কাশ্মীরের ডিজিপি এসপি ভেইদ নিরাপত্তা বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

এর আগে শনিবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় জঙ্গি নিহত হয়। যৌথবাহিনীর ওই অভিযানে ভারতীয় বিমানবাহিনীর এক সদস্যও নিহত হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh