• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৯:৫০

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি বাতিল করেছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর চাপে ওই চুক্তি বাতিল করা হয়। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড সিস্টেমের ওই চুক্তিটি করার কথা ছিল ভারতের।

ওই চুক্তির অধীনে ইসরায়েলের কাছ থেকে আট হাজার স্পাইক অ্যান্টি মিসাইল এবং তিনশ মিসাইল লঞ্চার কেনার কথা ছিল নয়াদিল্লির।

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী করার জন্যই এই চুক্তি বাতিল করা হয়েছে।

একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ওই চুক্তির আওতায় কর্মসংস্থান সৃষ্টির জন্য ভারতে একটি অস্ত্র কারখানা স্থাপনের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল। চুক্তিটি সই হওয়ার কথা থাকলেও স্থানীয় অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর চাপের মুখে প্রতিরক্ষা মন্ত্রণালয় তা বাতিল করে।

তবে ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। কারণ হিসেবে তারা বলছে স্থানীয়ভাবে তৈরি রকেট ডেভেলপ করতে অনেক সময় লাগবে।

অন্যদিকে রাফায়েল অ্যাডভান্সড সিস্টেম জানিয়েছে, ‘চুক্তির পরিবর্তন বিষয়ে আনুষ্ঠানিকভাবে’ তাদের কিছু জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, নয়াদিল্লির এই সিদ্ধান্ত ২০১৮ সালের জানুয়ারিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভারত সফরে প্রভাব ফেলতে পারে। চলতি বছরে জুলাইয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফর করেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh