• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডেঙ্গুর বিল ২১ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৮:৫৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদ্যই সাত বছরের সন্তানের মৃত্যু হয়েছে। কিন্তু হাসপাতাল বিল দিতে গিয়ে চক্ষু চড়কে ওই শিশুর বাবা-মার। কেননা দুই সপ্তাহে বিল হয়েছে ২১ লাখ তিন হাজার সাতশ ৫০ টাকা (২৫ হাজার মার্কিন ডলার)। খবর বিবিসির।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি শহরতলী গুরগাঁওয়ের ফর্টিস মেমোরিয়াল হাসপাতালে।

পরে এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই পরিবার জানিয়েছে, দুই সপ্তাহে ছয়শ সিরিঞ্জ এবং এক হাজার ছয়শ জোড়া গ্লাভসের বাবদ এই বিল করা হয়েছে।

পরিবারটির এক কাছের বন্ধু এটি নিয়ে টুইট করেন। পরে সেটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। শেষপর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নদ্দা। তিনি বলেছেন, আমরা তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আদিয়া সিং নামের ওই শিশুটিকে গেলো আগস্টে ডেঙ্গুর চিকিৎসার জন্য ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে সেপ্টেম্বরে মারা যায় আদিয়া।

আদিয়ার বাবা জয়ন্ত সিং স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, শ্বাস-প্রশ্বাসের জন্য ওকে ভেন্টিলেটর লাগানো হয়। আমাদেরকে বলা হয়েছিল যে আদিয়ার ব্রেনে ডেমেজ হয়ে থাকতে পারে। তবে কোনো এমআরআই স্ক্যানই করেননি চিকিৎসকরা।

কিন্তু এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই বিল অযৌক্তিক নয়।

তারা বলছে, আদিয়াকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন ওর অবস্থা খুব ভালো ছিল না। আদিয়া ডেঙ্গু শক সিন্ড্রোমে ভুগছিল। আদিয়ার পরিবারকেও বিষয়টি জানানো হয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh