• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের গুলিতে সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৭:৪২

ভারতের ত্রিপুরায় এক জওয়ানের গুলিতে সুদীপ দত্ত ভৌমিক নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি আগরতলার শীর্ষ বাংলা দৈনিক স্যন্দন পত্রিকার সিনিয়র সাংবাদিক। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ২০ কিলোমিটার দূরে আরকে নগরে এই ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

সুদীপ দ্বিতীয় ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) একজন জওয়ানের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক স্যন্দন পত্রিকার সম্পাদক জানিয়েছেন, আমার পত্রিকার সিনিয়র সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক আরকে নগরে দ্বিতীয় টিএসআর কমান্ডেন্টের সঙ্গে দেখা করতে যান। সেখানে কমান্ডেন্ট অফিসের বাইরে থাকা পিএসও’র সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সুদীপ। এসময় ওই পিএসও সুদীপকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সুদীপের মৃতদেহ পরে আগরতলায় নিয়ে আসা হয়। এদিকে টিএসআরের একজন কনস্টেবল জানিয়েছেন, ওই পিএসওকে আটক করেছে পুলিশ।

দুই মাসের মধ্যে ত্রিপুরায় এই নিয়ে দ্বিতীয় কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন।

এর আগে স্থানীয় দিন-রাত টিভি চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিক গেলো ২০ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। শান্তনু সিপিআই (এম) ও আইপিএফটি সমর্থকদের সংঘর্ষ কভার করার সময় এই হত্যাকাণ্ডের শিকার হন।

উল্লেখ্য, টিএসআর ত্রিপুরা পুলিশের একটি বিশেষ ব্যাটালিয়ন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
সাংবাদিক ইমনের ওপর হামলায় বিজেসি’র নিন্দা 
ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত
বাচসাস’র ৫৬ বছরপূর্তি অনুষ্ঠিত
X
Fresh