• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৭

ভারতের সঙ্গে স্বাভাবিক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে আশাবাদী পাকিস্তান। সে সঙ্গে দু’দেশের মধ্যে চলা সঙ্কট নিরসনে উভয় দেশের নেতারা আলোচনায় বসবেন বলেও আশা করছে দেশটি।

এমনটাই জানালেন নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত। ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আবদুল বাসিত বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক এবং বিদ্যমান সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

জম্মু-কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলার বিষয়ে তিনি বললেন, ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তদন্ত করছে। প্রতিবেদন পেলেই সবকিছু বোঝা যাবে।

গেল ১৮ সেপ্টেম্বর সকালে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি এলাকায় ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালায় একদল বিচ্ছিন্নতাবাদী। এতে ১৮ ভারতীয় সেনা ও চার হামলাকারী নিহত হন। এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh