• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিউ ক্যালিডোনিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ নভেম্বর ২০১৭, ১১:১৩

নিউ ক্যালিডোনিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সকাল পৌনে দশটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। খবর দ্য ডেইলি টেলিগ্রাফের।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল লয়ালটি দ্বীপপুঞ্জের ৮২ কিলোমিটার পূর্ব দিকে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ভানুয়াতু ও নিউ ক্যালিডোনিয়ার উপকূলবর্তী তিনশ কিলোমিটার এলাকা সুনামির ঢেউয়ে প্লাবিত হতে পারে।

তারা বলছে, এজন্য দেশ দুইটির সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ব্যাপারে জানানো হয়েছে।

তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে। পিটিডব্লিউসি বলছে, নিউ ক্যালিডোনিয়ায় এক মিটারের চেয়ে উঁচু ঢেউ আঘাত হানতে পারে। আর ছোট ছোট ঢেউ ভানুয়াতুয় আঘাত হানতে পারে।

ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী এলাকার মানুষজনকে সরে যেতে পরামর্শ দিয়েছে।

তবে নিউ ক্যালিডোনিয়ার বেসামরিক নিরাপত্তা অ্যাজেন্সি জানিয়েছে, তারা এখনই এ ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।

এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং হাওয়াইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে উপকূলবর্তী এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, গেলো কয়েক সপ্তাহ ধরেই লয়ালটি দ্বীপপুঞ্জে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সোমবার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
X
Fresh