• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দলীয় প্রধানের পদ থেকে সরানো হয়েছে মুগাবেকে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৩৬

৩৭ বছর ক্ষমতায় থাকা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি। বহিষ্কৃত ভাইস-প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়াকে তার পদে বসানো হয়েছে। খবর বিবিসির।

এর আগে রবার্ট মুগাবেকে পদ ছেড়ে দেবার ওপর চাপ দিয়েছে জানু-পিএফ পার্টির প্রভাবশালী যুব লিগ প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তারা মিসেস মুগাবের বিরুদ্ধে ‘উচ্ছৃঙ্খল ও ধূর্ত’ আচরণের অভিযোগ আনে।

এর প্রেক্ষিতেই মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং এমারসন এমনানগাগওয়াকে তার পদে বসানো হয়েছে।

বিবিসির এক সংবাদদাতা বলছেন, এটা মুগাবের জন্য এক বিরাট অপমান।

গত বুধবার সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই তিনি তার নিজ বাসভবনে গৃহবন্দি আছেন।

যে সভায় মুগাবেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে সভায় নেচে গেয়ে উদযাপন করেছেন জানু-পিএফ দলের নেতা কর্মীরা। সেই ভিডিও টুইটার একাউন্ট থেকে পোস্ট করেছেন বিবিসির সংবাদদাতা। তিনি বলেন, সিদ্ধান্ত ঘোষণার পরে উচ্ছ্বাসে ফেটে পড়েন দলটির নেতাকর্মীরা, যদিও এখনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়নি।

মুগাবে দলের পদ হারালেও এখনো তিনি দেশটির প্রেসিডেন্ট। তবে দলের পদ হারানোয় তার ওপর পদত্যাগের চাপ বৃদ্ধি পেল। মুগাবেকে অভিশংসনের প্রস্তাবের বিষয়ে আলোচনা হচ্ছে।

এপি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh