• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিখোঁজ ডুবোজাহাজ থেকে মিললো সিগন্যাল

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৭, ১৫:০৮

আর্জেন্টিনার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি সিগন্যাল চিহ্নিত করতে পেরেছেন। তাদের ধারণা আটলান্টিক মহাসাগরের ৪৪ জন ক্রুসহ নিখোঁজ ডুবোজাহাজের সংকেত এটি। খবর বিবিসির।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এখন তারা শনিবারের ওই সিগন্যালের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন।

আর্জেন্টিনা দক্ষিণ আটলান্টিকে এআরএ স্যান হুয়ান নামের ডুবোজাহাজটির খোঁজে উদ্ধার অভিযান জোরদার করেছে। এরমধ্যে ওই অভিযানে নাসার রিসার্চ বিমানও যোগ দিয়েছে।

আর্জেন্টিনার সমুদ্র উপকূল থেকে চারশ ৩০ কিলোমিটার দূরে থাকাবস্থায় কেন্দ্রের সঙ্গে সর্বশেষ যোগাযোগ করে ডিজেল-ইলেকট্রিক চালিত এই ডুবোজাহাজটি।

ব্রিটেন এবং ওই অঞ্চলের দেশগুলো ডুবোজাহাজের সন্ধানে আর্জেন্টিনাকে সহায়তার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্র গভীর পানির নিচে অনুসন্ধানের জন্য আর্জেন্টিনায় উদ্ধার মডিউল পাঠাচ্ছে।

তবে ঝড়ো বাতাস আর উত্তাল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এআরএ স্যান হুয়ান উসুইয়া থেকে রুটিন মিশন শেষে রাজধানী বুয়েন্স আয়ার্সের দক্ষিণে এটি মার দেল প্লাতা ভিত্তিতে ফিরছিল।

আর্জেন্টিনার নৌবাহিনী জানিয়েছে, ডুবোজাহাজটি থেকে সর্বশেষ মঙ্গলবার তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এখন কর্মকর্তারা বলছেন ন্যূনতম যোগাযোগ কাজ করলে এটি তীরে ফিরে আসার সম্ভাবনা পুরোপুরি রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
রাতে মাঠে নামছে ব্রাজিল
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়
X
Fresh