• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিলামে ট্রাম্প-মেলানিয়ার বিয়ের কেক

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ নভেম্বর ২০১৭, ২১:৫৯

নিলামে উঠল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিয়ের কেক। দাম শুরু হবে মাত্র ২৫০ মার্কিন ডলার থেকে।

কেকটি নিলামে তুলবে লস অ্যাঞ্জেলসের জুলিয়ন অ্যাকশন হাউস। তাদের মতে, ট্রাম্প দম্পতির বিয়েতে যে কেকটি কাটা হয়, তা ছিল সম্পূর্ণ আলাদা।

ট্রাম্প-মেলানিয়ার বিয়ের কেক প্রস্ততকারক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিয়ের কেকের আয়তন এতটাই বড় ছিল যে সেটা কাটাই হয়নি। ট্রাম্পের তৃতীয় বিয়ের কেকের ছিল সাতটি স্তর। পাঁচ ফুট লম্বা কেকটির ওজন ছিল ২০০ পাউন্ড।

কোম্পানিটি আরো জানিয়েছে, গ্র্যান্ড মার্নিয়ার বাটার ক্রিমের পুরু আস্তরণের ওপর তিন হাজার আইসিং ক্রিম রোজ দিয়ে সাজান হয়েছিল কেকটি। কিন্তু অভ্যাগতরা সেটি খেতে পারেননি। কারণ অসংখ্য তার দিয়ে পেঁচিয়ে কেকটিকে সোজা করে রাখা হয়েছিল।

তাই তাদের বাড়ি ফেরার উপহার স্বরূপ প্রত্যেককে সাদা কাগজের বাক্সে দেয়া হয় চকোলেট ট্রাফল কেক, যাতে মনোগ্রাম করা ছিল নবদম্পতির নামের আদ্যাক্ষর এমডিটি।

গত মাসে ট্রাম্পের আঁকা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একটি ছবি নিলামে ১৬ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh