• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

৪৪ ক্রুসহ নিখোঁজ আর্জেন্টিনার ডুবোজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ নভেম্বর ২০১৭, ২২:৪৯

আর্জেন্টিনা সেনাবাহিনীর একটি ডুবোজাহাজ ৪৪ জন ক্রুসহ নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছে, ডুবোজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় সাগরজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে। খবর বিবিসি, রয়টার্সের।

দু্ই দিন আগে যখন ডুবোজাহাজটি সর্বশেষ যোগাযোগ করে তখন সেটি আর্জেন্টিনা সাগরে ছিল বলে জানিয়েছে নৌবাহিনী।

নৌবাহিনী জানিয়েছে, পাতাগোনিয়ার উপকূল থেকে চারশ কিলোমিটার দূরে থাকাবস্থায় ডুবোজাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ সম্ভব হয়।

এদিকে আর্জেন্টিনা নৌবাহিনীর মুখপাত্র এনরিকে বালবি বলেছেন, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টাকে সামনে রেখে তদন্ত করছি। যদি ডুবোজাহাজটি যোগাযোগগত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটি আবারো ভেসে উঠবে।

বালবি আরো বলেন, ডুবোজাহাজটি দেশটির দক্ষিণাঞ্চলীয় উসুআইয়া থেকে মার দেল প্লাতায় যাচ্ছিল। ডুবোজাহাজে কয়েকদিনের খাবার রয়েছে। যদি যোগাযোগগত কোনো সমস্যা হয় তারপরও এটি গন্তব্যের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার স্থানীয় লা নাকিয়োন জানিয়েছে, ডুবোজাহাজটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে। জার্মানি নির্মিত টিআর-১৭০০ টাইপের এই ডুবোজাহাজটির নাম এআরএ স্যান হুয়ান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh