• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুক্তরাজ্যে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, নিহত কমপক্ষে ৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ নভেম্বর ২০১৭, ২১:৩৪

যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ারে মাঝ আকাশে একটি বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটলে ওডেসডনের গ্রামে ছুটে যায় জরুরি উদ্ধারকারী বাহিনী। খবর দ্য টেলিগ্রাফ, বিবিসির।

আকাশ দুর্ঘটনা তদন্ত ব্রাঞ্চ (এএআইবি) এ তথ্য জানিয়েছে।

এএআইবি জানিয়েছে, ওই ঘটনার তদন্তে বাকিংহ্যামশায়ারের অ্যালিসব্যারিতে টিম পাঠিয়েছে তারা।

ওডেসডন ম্যানরের কাছে এই দুর্ঘটনার পর জরুরি বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানিয়েছে, তারা মানুষের ‘জীবন বাঁচানোর’ ওপর গুরুত্ব দিচ্ছে।

থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুরো এলাকায় সারাদিন যোগাযোগ ব্যাহত হতে পারে।

ঘটনার পর পর আশপাশের আলিসব্যারি, হেডেনহ্যাম, অক্সফোর্ডশায়ার এবং বার্কশায়ার এলাকার পুলিশ, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং দমকল বাহিনীর সদস্যরা ছুটে গেছে।

বাকস ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, সবগুলো কাউন্টি থেকে ৩০ জন দমকলবাহিনীর সদস্যের পাশাপাশি, পুলিশ, অ্যাম্বুলেন্স এবং এএআইবি কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, যে স্থানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে বনাঞ্চল রয়েছে। এদিকে ওডেসডন ম্যানর জানিয়েছে, এটা তাদের আকাশসীমায় ঘটেনি।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমভি আবদুল্লাহর কাছাকাছি ইইউ যুদ্ধজাহাজ, চক্কর কাটছে হেলিকপ্টার
জিম্মি জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে গুলি
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
X
Fresh