• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাখি ঢুকে গেলো বিমানে, তারপরও নিরাপদ অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ নভেম্বর ২০১৭, ১৭:০৮

চলন্ত যেকোনা যানবাহন যখন মাঝ পথে যাত্রী তোলে তখন সেটি মনে হতে পারে হলিউডের কোনো স্ট্যান্ট। কিন্তু সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। সেখানে একটি বিমান অবতরণের সময় বড় একটি পাখি বিমানটির সামনের অংশে ঢুকে যায়। তবে এরপরও কোনো ধরনের সমস্যা ছাড়াই অবতরণ করতে পেরেছে বাণিজ্যিক ওই বিমান এয়ারবাস এ৩১৯।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের সামনের অংশে পাখিটি ঢোকানো অবস্থায় মৃত পড়ে ছিল। তারপরও ওই বিমানটি অবতরণে কোনো ধরনের সমস্যা হয়নি।

তারা বলেন, ওই পাখিটি সকাল ১১টার দিকে বিমানে আঘাত হানে। পরে বিমানটি সকাল সাড়ে ১১টার সময় অবতরণ করে।

বিমানের একজন কর্মী জানান, পাখিদের এ ধরনের হানা দেয়ার ঘটনা নতুন নয়। তবে বিমানের ভেতর ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম ঘটলো।

এদিকে এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে প্রাণী বিভাগের সঙ্গে। তারা ওই পাখিটির মৃতদেহটি নিয়ে যায়। একইসঙ্গে বিমানটিকে মেরামতের জন্যও নেয়া হয়।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে বলে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বিমানে পাখির এ ধরনের আঘাত হানার ঘটনা দেশটিতে নতুন কিছু নয়। ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটিতে এ ধরনের ঘটনা ঘটেছে এক লাখ ৬০ হাজারের বেশি।

এ/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র-ইইউ
X
Fresh