• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১০

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ নভেম্বর ২০১৭, ১১:৪৩

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। চার আত্মঘাতী বোমারু এই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে শহরের মুনা এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, রয়টার্স।

পুলিশ জানায়, হামলাকারীদের মধ্যে নারী আত্মঘাতীও ছিল। রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। এতে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভেতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম মাইদুগুরিতে এ ধরনের বহু হামলা চালিয়েছে। সেসব হামলার অনেকগুলোতেই নারী আত্মঘাতী বোমারুদের ব্যবহার করা হয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে জঙ্গি বোকা হারাম।

চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাসে বোকো হারামই প্রথম জঙ্গিগোষ্ঠী যারা পুরুষদের চেয়ে নারী আত্মঘাতী বোমারুদের বেশি ব্যবহার করেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
রপ্তানিমুখী ৪৩ খাতে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত ‘আত্মঘাতী’ বলছেন ব্যবসায়ীরা
X
Fresh