• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশ আবিষ্কার করে নিজেই হলেন রাজা!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ নভেম্বর ২০১৭, ২৩:৩৩

সম্প্রতি একটি দেশের রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক পর্যটক। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার সুযশ দীক্ষিত। ভারতের এ তরুণ বর্তমানে আমেরিকার সফটিনেটর নামের একটি তথ্য প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী (সিইও)। গুগল, মাইক্রোসফট, জোমাটো’র মতো কোম্পানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

পৃথিবীর বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো সুযশের নেশা। আর পাঁচটা তরুণের মতই তিনি। তবে সম্প্রতি একটি ‘নো ম্যানস ল্যান্ডে’ নিজের রাজত্ব কায়েম করে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। ফেসবুকে পোস্ট দিয়েছেন, রাজ্যের নাম 'কিংডম অব দিক্ষিত'।

ওই পোস্টে নিজের দেশের জাতীয় পতাকাও প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয় জাতীয় প্রাণী হিসেবে টিকটিকির নামও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি নিজের ভাইকে দেশের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ও সামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। বাবাকে জন্মদিনের উপহার হিসেবে দেশটির সবচেয়ে সম্মানজনক পদ রাষ্ট্রপতির দায়িত্ব তুলে দিয়েছেন।

আসল ঘটনা হচ্ছে, মিশর ভ্রমণে গিয়েছিলেন এই তরুণ, সেখান থেকে বির তওয়াইয়ে যাওয়ার পরিকল্পনা নেন তিনি। মিশর ও সুদানের মধ্যের এ এলাকাটি কোনো দেশের আওতায় পড়ে না।