• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের সমালোচনায় মোদি

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৮

পাকিস্তানের কঠোর সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরের উড়িতে সন্ত্রাসী হামলায় ১৮ সেনাসদস্য নিহতের ঘটনায় প্রথমবারের মতো কোন জনসভায় পাকিস্তানের বিরুদ্ধে কথা বললেন মোদি।

শনিবার কোকিঝাড়ের জনসভায় পাকিস্তানের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত কখনোই উরি হামলা ভুলে যাবে না।

পাকিস্তানের জওয়ানদের উদ্দেশ্যে বলেন, এসো লড়াই হোক, কে আগে দারিদ্র দূর করতে পারে। বেকারত্বকে দূর করতে পারে। মাতৃমৃত্যুকে বন্ধ করতে পারে। ভারত এ লড়াইয়ের জন্য তৈরি।

পাকিস্তানের নেতাদের উদ্দেশ্য করে মোদি বলেন, ভারত সফটওয়্যার রপ্তানি করে। আর আপনারা সন্ত্রাস রপ্তানি করেন।

নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যে দেশের নেতারা সন্ত্রাসবাদীদের লিখে দেয়া বক্তৃতা পাঠ করে, বিশ্ব তাদের কাছ থেকে কিছুই আশা করে না।

মোদি বলেন, আমরা বিশ্বে তোমাদের একঘরে করে ছাড়ব। কোনো সঙ্গী পাবে না তোমরা।

জম্মু ও কাশ্মীরের উড়িতে সন্ত্রাসী হামলার ১৮ সেনাসদস্য নিহত হবার পর থেকেই কঠোর অবস্থানে ভারত-পাকিস্তানের নেতারা।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh