• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ার আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৯০

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪১

সিরিয়ার আলেপ্পোয় সরকার বাহিনীর বিমান হামলায় চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন অন্তত ৯০ জন। আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখলের জন্য দফায় দফায় চালানো বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গেল দু’দিনে অন্তত ১৫০ বার বিমান হামলা চালায় আসাদ বাহিনী।

আলেপ্পোর ত্রিশটি এলাকায় এ হামলা চালানো হয়েছে। সে সঙ্গে দেশটির গৃহযুদ্ধে হতাহতদের উদ্ধারে কর্মরত স্বেচ্ছাসেবী দল ‘হোয়াইট হেলমেট’ এর তিনটি কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

মানবাধিকার কর্মীদের দাবি, আলেপ্পোর অবরুদ্ধ এলাকায় আটকা পড়েছে অন্তত আড়াই লাখ মানুষ। অবশ্য ইতোমধ্যেই তাদের সরকার-নিয়ন্ত্রিত এলাকায় চলে যাবার নির্দেশ দিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে সিরিয়ায় সংঘাত বন্ধে রুশ-মার্কিন পরিকল্পনা সফল করার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভলভ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh