• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ডিউটি শেষ, যাত্রী বিমানে রেখেই নেমে গেলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ নভেম্বর ২০১৭, ১৯:৫৬

ডিউটি শেষ হয়ে যাওয়ায় বিমান চালানো থামিয়ে মাঝপথেই নেমে যান পাইলট। এ ঘটনায় ওই বিমানের ৪৮ জন যাত্রীকে রাত কাটাতে হয়েছে বিমানবন্দরেই।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জয়পুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের লক্ষ্ণৌ থেকে জয়পুর হয়ে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ৯আই ৬৪৪ বিমানটি। ওই বিমানটি জয়পুর বিমানবন্দরে পৌঁছালে পাইলট জানান যে তার ডিউটি শেষ হয়ে গেছে। এরপর তিনি বিমান ছেড়ে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকালে কয়েকজন বাসে করে দিল্লির উদ্দেশে রওনা দেন। আর বাকিরা অন্য বিমানে তাদের গন্তব্যে পৌঁছান।

ঘটনার সত্যতা স্বীকার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু এক কর্মী জানিয়েছেন, বিমান সংস্থাটির দিল্লি অফিস কর্মীদের রোস্টার ঠিক করে দেয়।

এরপর দিল্লি বিমানবন্দরে ধোঁয়াশা ও অন্যান্য যান্ত্রিক কারণে রাত দুইটা পর্যন্ত বিমানটি জয়পুরেই দাঁড়িয়ে ছিল। টেক-অফের জন্য প্রস্তুত হওয়ার পরও আধ ঘণ্টার জন্য দাঁড়িয়েছিল বিমানটি।

রাত নয়টায় জয়পুর পৌঁছানোর কথা থাকলেও শেষমেশ বিমানটি জয়পুর পৌঁছায় রাত দেড়টায়।

কে/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
বিদেশি কোনো প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি : শেখ পরশ
X
Fresh