• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের আশঙ্কায় ইয়েমেন

অনলাইন ডেস্ক
  ০৯ নভেম্বর ২০১৭, ১৪:৪১

বিগত কয়েক দশকে পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখোমুখি ইয়েমেন। ত্রাণ সরবরাহ করা না হলে দেশটির লাখ লাখ মানুষ এখন থেকে না খেয়ে থাকবে। বুধবার এমনটা জানালেন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান মার্ক লোকক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান মার্ক লোকক সৌদি জোটকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি নিরাপত্তা পরিষদকে বলেছি যদি এই অবরোধ তুলে নেয়া না হয় তবে ইয়েমেন পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভিক্ষের মধ্যে পড়বে।’

শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। পরে জবাবে সোমবার ইয়েমেনের স্থল, জল ও আকাশপথ বন্ধ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি আরবের দাবি এই অবরোধের মাধ্যমে তারা ইরানকে বিদ্রোহীদের অস্ত্র দিতে বাধা দিচ্ছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকেও জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছিলো ওষুধসহ অনেক ত্রাণ সীমান্তে আটকে আছে। জরুরি ভিত্তিতে সেগুলো দুর্ভিক্ষপীড়িত মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।

জাতিসংঘের মতে প্রায় ৭০ লাখ ইয়েমেনি দুর্ভিক্ষের শিকার হতে পারে।

এপি/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh