• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাড়ির ছাদে প্লেন বানালেন পাইলট

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ নভেম্বর ২০১৭, ২০:২২

আমোল যাদব। উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দিলেন ভারতের এ তরুণ পাইলট। খবর বিবিসি।

মুম্বাইয়ের এই পাইলট আজ থেকে সাত বছর আগে তার পরিবার আর বন্ধুদের কাছে ঘোষণা করেছিলেন উড়োজাহাজ বানাবেন। এবার সত্যিই উড়োজাহাজ তৈরি করলেন। তাও আবার বাড়ির ছাদে।

আমোল যাদবের ১৯ সদস্যের পরিবার। এ পরিবারের সবাই বাস করে মুম্বাইয়ের এক পাঁচতলা বাড়িতে। যে বাড়িতে কোন লিফট নাই।

উড়োজাহাজ বানাতে যন্ত্রপাতি , লেদ মেশিন,কমপ্রেসর,ঝালাই এর মেশিন এবং একটা ১৮০ কেজি ওজনের ইঞ্জিনসহ সবকিছু বাড়ির সরু সিঁড়ি বেয়ে উঠলেন ছয় তলার ছাদের ওপর। শুরু করে দিলেন উড়োজাহাজের কাজ।

একটা টেনিস কোর্টের অর্ধেকেরও ছোট মাপের সেই ছাদে নিজের দলবল নিয়ে শীত-গ্রীষ্ম-বর্ষা নির্বিশেষে কাজ করেছেন তিনি।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে অবশেষে তৈরি হলো তার ৬ আসনের সত্যিকারের উড়োজাহাজ।

এ নিয়ে আমোল যাদব বলেন, তার এই উড়োজাহাজের ইঞ্জিন এত শক্তিশালী যে সে প্রায় ৩,৯২০ মিটার(১৩ হাজার ফিট) উঁচুতে উঠতে পারে।

একবারে প্রায় ২ হাজার কিমি দূরত্ব পার হবার মতো জ্বালানি রাখা যায় এর ট্যাংকে।

৪১ বছরের আমোল যাদব বলেন, ‘এরপর আমাদের কাজ ছিল প্লেনটাকে মাটিতে নামিয়ে আনা আর সবাইকে দেখানো।’

ভারত সরকার সে সময় 'মেক ইন ইন্ডিয়া' নামে এক প্রদর্শনীর আয়োজন করে যেখানে আমোল তার উড়োজাহাজ দেখানোর আবেদন করেন আয়োজকদের কাছে।

কিন্তু পাওয়া যায়নি অনুমতি । আয়োজকরা বলেছিলেন এ উড়োজাহাজটি প্রদর্শনের মতো যথেষ্ট জায়গা নেই।

অতঃপর ভাইদের সহায়তায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে ঘরে বানানো উড়োজাহাজের উপকারিতা বিষয়ে আলোচনা করে বান্দ্রার কনভেনশন মাঠে একটু জায়গা জোগাড় করেন তিনি।

এবার সেই প্লেন মাঠে পৌঁছাতে ওই উড়োজাহাজের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ খুলে আলাদা করে নিয়ে রাস্তায় নামানো হলো।

সেখানে দুটো ট্রাক অপেক্ষা করছিল। সেখান থেকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হলো প্রদর্শনীর মাঠে এবং তারপর আবার জোড়া লাগানো হলো।

কয়েক ঘণ্টা পর প্রদর্শনী শুরু হলে কৌতূহলী দর্শকরা ভিড় করে আমোলের 'ঘরে বানানো উড়োজাহাজের কাছে' এবং সেই ভিড়ে ছিলেন ভারতের বিমান চলাচল মন্ত্রী ও বড় বড় নেতা আর ব্যবসায়ীরা।

আমোল যাদব বলেন, ভারতের প্রথম নিজস্ব উড়োজাহাজ বানাতে প্রস্তুত তিনি। বিনিয়োগকারীরাও যথেষ্ট উৎসাহী বলে জানান তিনি।

স্থানীয় বিজেপি সরকার ১৯ আসন-ওয়ালা উড়োজাহাজ বানাতে কারখানা স্থাপনের জন্য ১৫৭ একর জমি বরাদ্দ করবে বলে জানিয়েছে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
মুম্বাইয়ের মাঠে কেমন হবে মোস্তাফিজদের একাদশ
বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জয়
X
Fresh