• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে মার্কিন ঘাঁটিতে রাসায়নিক হামলার আশঙ্কা

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৫

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) রাসায়নিক হামলা চালিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মসুল শহরের এ ঘাঁটির নিকটে পাওয়া একটি রকেট পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ঘাঁটির কয়েকশ' ফুটের মধ্যে একটি রকেট পড়ে। এতে প্রাণঘাতি মাস্টার্ড গ্যাস তৈরির উপাদান আছে বলে ধারণা করা হচ্ছে।

এ গ্যাস মানুষের ত্বক, চোখ এবং শ্বাসনালির ক্ষতি করে। এর ফলে মৃত্যুও হতে পারে।

মাস্টার্ড গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে এটাই হবে কোনো মার্কিন ঘাঁটিতে আইএসের প্রথম রাসায়নিক অস্ত্র হামলা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রকেটটি নিয়ে পরীক্ষা করা হচ্ছে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh