• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দুর্নীতির অভিযোগে আর্জেন্টিনার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ নভেম্বর ২০১৭, ১৩:২৩

দুর্নীতির অভিযোগে আর্জেন্টিনা পুলিশ দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমাদো বৌদৌকে গ্রেপ্তার করেছে। সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নাদেজ প্রশাসনের তিনি দ্বিতীয় শীর্ষ ব্যক্তি যাকে দুর্নীতির অভিযোগে আটক করা হলো। খবর বিবিসির।

ফার্নাদেজ প্রশাসনে আমাদো ভাইস প্রেসিডেন্ট পদের পাশাপাশি অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করতেন। ২০০৯ সালে দুর্নীতি ঘটনায় তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে আমাদো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আর্জেন্টিনার সামাজিক নিরাপত্তা প্রশাসনের প্রধান থেকে যখন ২০০৯ সালে তাকে অর্থমন্ত্রী করা হয় সেসময় তিনি ওই তিনটি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

২০১১ সালে ফার্নাদেজ পুনরায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমাদো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এর আগে ফার্নাদেজ প্রশাসনের সাবেক পরিকল্পনামন্ত্রী হুলিয়ো দে ভিদো দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের তিনদিন আগে ২৫ অক্টোবর আটক হন।

সাবেক প্রেসিডেন্ট ফার্নাদেজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু গেলো অক্টোবরের নির্বাচনে সিনেটর নির্বাচিত হওয়ায় পার্লামেন্টারি দায়মুক্তি পেয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

গেলো বছর ফার্নাদেজ এবং তার জনকর্ম সচিব হোসে লোপেজ অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন। একটি ক্যাথলিক কভেন্টে অর্থবোঝাই ব্যাগ লুকানোর সময় গেলো বছরই আটক হন লোপেজ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh