• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অল্পের জন্য রক্ষা পেলো কিশোরী ফাজিলা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ নভেম্বর ২০১৭, ২৩:০০

অল্পের জন্য রক্ষা পেলো ১৪ বছর বয়সী তীরন্দাজ ফাজিলা খান। তীরবাজি শেষে বসেছিল ফাজিলা। এসময় অন্য তীরন্দাজের তীর এসে লাগে তার ঘাড়ে। ঘাড় ছেদ করে তীর অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। আরেকটু হলেই লেগে যেত তার শ্বাসনালিতে কিংবা ক্ষতি হতে পারতো রক্তনালীর। খবর দ্য ডেইলি মেইলের।

পশ্চিমবঙ্গের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এসএআই)’র বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র কবিগুরু ক্রীড়াঙ্গনে এই ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে দেখা গেছে, ঘাড়ের মধ্যে তীরসহ ফাজিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এসএআই’র আঞ্চলিক পরিচালক এমএস গোয়িন্দি বলেছেন, ফাজিলা এখন ‘বিপদমুক্ত’ এবং অপারেশনের পর হাসপাতালে সুস্থ হয়ে উঠছে।

তিনি বলেছেন, ফাজিলা টার্গেট থেকে কয়েক মিটার দূরে বিশ্রাম নিচ্ছিলেন এসময় ওই তীরটি তার ঘাড়ে এসে বিঁধে।

গোয়িন্দি আরো বলেন, আমরা ফাজিলার পরিবারের সঙ্গে কথা বলেছি। ফাজিলা ক্ষমা চেয়েছে। কারণ ফাজিলা বুঝতে পেরেছে যে ও টার্গেটের খুব কাছে বসেছিল।

তিনি আরো বলেন, তীরন্দাজ খেলায় কড়াকড়ি প্রোটোকল রয়েছে। তীর সংগ্রহ করে ফেরা না পর্যন্ত টার্গেট প্র্যাকটিস করার নিয়ম নেই।

আমি বুঝতে পারছি না এটা কিভাবে ঘটলো। সব কোচকেই জবাবদিহি করতে হবে। আমি রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করবো যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এদিকে অপারেশনের পর ফাজিলা বলেছেন, আমি খেয়াল করিনি যে আমার ক্লাসমেট তীর প্র্যাকটিস করছে।

ঘটনার সময় সেখানে কোনো প্রশিক্ষক ছিলেন না।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
প্রথম পর্বে পশ্চিমবঙ্গে সন্ত্রাস, কারচুপি আর ‘কারসাজি'র ভোট
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়িতে পাথর নিক্ষেপ 
X
Fresh