• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১০ লাখ অভিবাসী নেবে কানাডা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ নভেম্বর ২০১৭, ১৬:০১

আগামী তিন বছরে প্রায় ১০ লাখ অভিবাসী নেবে কানাডা। দেশটির অভিবাসন মন্ত্রী বুধবার এ ঘোষণা দিয়েছেন।

দেশটির ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

অভিবাসনমন্ত্রী আহমেদ হুসেন বলেন, আগামী বছর তিন লাখ ১০ হাজার, ২০১৯ সালে তিন লাখ ৩০ হাজার ও ২০২০ সালে তিন লাখ ৪০ হাজার অভিবাসী নেয়া হবে।

তিনি বলেন, পরবর্তীতেও অভিবাসী নেয়ার এ ধারা অব্যাহত থাকবে। আহমদ হুসেন নিজেও একজন অভিবাসী।

এটি কানাডার সমৃদ্ধির নিশ্চয়তা দেবে বলে মনে করেন তিনি।

তিনি উল্লেখ করেন, বয়স্কদের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার হ্রাস পাওয়ায় দেশের ব্যবসা-বাণিজ্য এবং শ্রমশক্তির চাহিদা মেটাতে বছরে প্রায় ৪ লাখ ৫০ হাজারের বেশি জনশক্তি প্রয়োজন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট
কানাডার হয়ে খেলতে চেয়েছিলেন বুমরাহ!
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
X
Fresh