• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় ত্রাণবহরে হামলায় রাশিয়া জড়িত

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪০

সিরিয়ার আলেপ্পোয় ত্রাণবহরে হামলায় রাশিয়া জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে ‘অমানবিক ট্রাজেডি’ উল্লেখ করে মার্কিন কর্মকর্তারা জানান, এ হামলায় রাশিয়ার দুটি যুদ্ধবিমান জড়িত ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের করা অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাটিতে থাকা কোন বোমা বিস্ফোরণের মাধ্যমে এ ঘটনাটি ঘটেছে। ত্রাণবহরে যে ধরণের হামলা হয়েছে এটি কোন বিমান হামলার মাধ্যমে সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া বিমান হামলা চালিয়েছে বা এর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আছে এমন কোন প্রমাণই যুক্তরাষ্ট্রের কাছে নেই।

মঙ্গলবার সিরিয়ার আলেপ্পোর কাছে বিমান হামলায় জাতিসংঘের ৩১টি ত্রাণবহরের ১৮টি বিধ্বস্ত হয়। এ ঘটনায় সিরীয় আরব রেড ক্রিসেন্টের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়। সে সঙ্গে সিরিয়ায় ত্রাণ সরবরাহ স্থগিত করেছে জাতিসংঘ।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh