• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভুল স্বীকার করলেন মার্কেল

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৯

শরণার্থী নীতিতে ভুল থাকার কথা স্বীকার করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বার্লিন নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির ভরাডুবির পরে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন তিনি। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কেল বলেন, আমি পেছনের সময়ে ফিরে যেতাম যদি তা সম্ভব হতো। নিজেকে, সরকারকে এবং দেশকে শরণার্থী সঙ্কট মোকাবেলায় আরো ভালোভাবে প্রস্তুত করতাম।

তবে শরণার্থী নীতি থেকে সরবেন না বলেও জানালেন মার্কেল। আরো শরণার্থী এবং মুসলিমকে নিজ দেশে আশ্রয় দিবেন তিনি।

মার্কেলের নীতির কারণে জার্মানিতে ১০ লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে। এ কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছে জার্মান নাগরিকদের মধ্যে। নির্বাচনে এর প্রভাব দেখা যাচ্ছে। টানা ৫টি রাজ্যের নির্বাচনে পরাজিত হলো মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh