• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় ত্রাণবহরে হামলায় নিহত ১২

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪০

সিরিয়ায় ত্রাণবহরে বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। আলেপ্পো নগরীর কাছে এ হামলা চালানো হয়। এতে ত্রাণবহরের ৩১টির মধ্যে ১৮টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রবিরতি চুক্তি শেষ হবার সঙ্গে সঙ্গেই এ হামলা চালানো হয়।

সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডে মিস্তুরা জানান, বিচ্ছিন্ন নাগরিকদের জন্য ত্রাণ পৌঁছে দিতে এ ত্রাণবহরের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছিল। এ ঘটনায় তারা ক্ষুব্ধ।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলাটি সিরিয়া সরকার অথবা রাশিয়ার যুদ্ধবিমান থেকে চালানো হতে পারে।

তবে এ হামলার বিষয়ে সিরিয়া সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাত দিন আগে শুরু হওয়া অস্ত্রবিরতি চুক্তির অন্যতম উদ্দেশ্য ছিল অবরুদ্ধ আলেপ্পোতে ত্রাণ সরবরাহ নিশ্চিত করা। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করে আসছে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
এবার বড় পরিসরে হামলার হুমকি ইরানের
ইসরায়েলে কর্মরত মার্কিনীদের সতর্কতা যুক্তরাষ্ট্রের
সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ 
X
Fresh