• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ অক্টোবর ২০১৭, ০৮:৪৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। প্রথমটিতে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি হোটেলের ভেতর ঢুকে পড়ে জঙ্গিরা। দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে দেশটির আগের পার্লামেন্ট ভবনের পাশে। খবর বিবিসির।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাত নেমে আসার পর হোটেলের ভেতর বিক্ষিপ্তভাবে গোলাগুলি শুরু হয়। বোমার বিস্ফোরণটি হোটেলের গেটের কাছে হয়েছে।

পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি মিনিবাস ব্যবহার করে দ্বিতীয় বিস্ফোরণটি করা হয়।

ইসলামিস্ট জঙ্গি গ্রুপ আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

নিরাপত্তা কর্মকর্তা মোহামেদ মোয়ালিম আদান বলেছেন, এই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছেন।

এই হামলা এমন সময় করা হলো যখন দেশটির আঞ্চলিক নেতারা আল-শাবাবকে মোকাবেলায় একটি বৈঠকে বসতে যাচ্ছে। আজ রোববার রাজধানী মোগাদিসুতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গেলো ১৪ অক্টোবর সোমালিয়ায় ভয়াবহ এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩৫৮ জন নিহত হয়। এ ঘটনায় আরো ৫৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

সোমালিয়ার সরকার ওই হামলার জন্য আল-শাবাবকে দায়ী করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে গ্রুপটি।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh