• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাখাইনে ত্রাণ বিতরণের অনুমতি পেয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ অক্টোবর ২০১৭, ১৬:৫৭

জাতিসংঘ জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে দুই মাস বন্ধ থাকার পর আবারো ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে। শুক্রবার জেনেভায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র বেট্টিনা লুয়েশের বলেছেন, রাখাইনে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করতে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে।

তবে কতদিন এই কর্মসূচি চলবে বা সেখানে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের মধ্যে কী পরিমাণ খাদ্য বিতরণ করা হবে সেটা তিনি জানাতে পারেননি। তিনি বলেছেন, এ বিষয়গুলো এখনো আলোচনাধীন রয়েছে।

বেট্টিনা বলেন, সেখানে কী হচ্ছে তা আগে আমাদের জানতে হবে। ওখানে না গিয়ে কিছু বলা সম্ভব না।

বিশ্ব খাদ্য কর্মসূচি এর আগে ওই অঞ্চলে বৌদ্ধ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের ১ লাখ ১০ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে যাচ্ছিল।

রাখাইনে পুলিশ স্টেশনে জঙ্গি হামলার পর সেখানে সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এরপর থেকে সেখানে ত্রাণ কর্মসূচি বন্ধ রয়েছে। জাতিসংঘ এই অভিযানকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যায়িত করেছে।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
মুখ খুলল রাশিয়া
X
Fresh