• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বাংলাদেশের অবদান বিশ্ব আজীবন মনে রাখবে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৭, ১২:৫৪

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর কারণে বাংলাদেশের অবদানকে বিশ্ব আজীবন স্মরণ রাখবে। বললেন জাতিসংঘ মহাসচিবের যৌন সহিংসতাবিষয়ক বিশেষ দূত প্রমীলা প্যাটেন। যুক্তরাষ্ট্র অবস্থানকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনির সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গেলো সোমবার প্রমীলা প্যাটেনের সঙ্গে এ বৈঠক করেন ডা. দীপু মনি।

বৈঠককালে গেলো সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে মিয়ানমার সংকট সমাধানে যে অ্যাকশান প্ল্যানের কথা তুলে ধরেছেন তার প্রশংসা করেন প্রমীলা প্যাটেন।

প্রমীলা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ যেভাবে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের স্বাগত জানিয়ে আশ্রয় দিয়েছে তা প্রশংনীয়।